বিশ্বজুড়ে অ্যাপলের বিক্রয়কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত

বিশ্বব্যাপী বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের বিক্রয়কেন্দ্র, করোনাভাইরাসের আতঙ্কে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন টেক জায়ান্টটির সিইও টিম কুক।

গত শনিবার এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে টিম কুক জানান, ২৭ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী অ্যাপল স্টোরগুলো বন্ধ থাকবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের কর্মী এবং ক্রেতাদের নিরাপদে রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

বিক্রয়কেন্দ্র বন্ধ থাকলেও অ্যাপল ওয়েবসাইট এবং অনলাইন থেকে অ্যাপল পণ্য কেনা যাবে বলেও কুক জানান।

এদিকে, দুই মাস বন্ধ থাকার পর চীনের স্টোরগুলো খুলে দেয়া হয়েছে।

এসএইচ-২৬/১৬/২০ (অনলাইন ডেস্ক)