‘এডিট ফিচার’ এনেছে টুইটার

টুইটারের বিভিন্ন ফিচার নিয়ে ইউজাররা নাখোশ ছিলেন। টুইটারে পোস্ট এডিট অপশন ছিলো না। তবে এবার টুইটারে টুইটের সঙ্গে এডিট বাটন যুক্ত হয়েছে।

তবে এর জন্য গুনতে হবে বাড়তি টাকা।

টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা কোনো পোস্ট এডিট করতে চান তাহলে তাকে থার্ড পার্ট সিস্টেম ব্রিজলিতে সাবস্ক্রাইব করতে হবে।

এছাড়া এডিটের পাশাপাশি টুইট আনডু, রিডু এবং স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুবিধা থাকবে। যার জন্য ইউজারকে টাকা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে।

ফিচারগুলো ব্যবহার করতে একজন টুইটার ইউজারকে মাসিক ৬ ডলার এবং বছরে ৬০ ডলার খরচ করতে পারবে।
প্রসঙ্গত, টুইটারে প্রাথমিকভাবে কোনো লেখা পোস্ট করতে হলে ১৪০ শব্দের মধ্যে ছিল যা পরবর্তীতে ২৮০ শব্দে উন্নীত করা হয়েছে।

এসএইচ-২২/১৭/২০ (প্রযুক্তি ডেস্ক)