আসছে হুয়াওয়ের এইচএমএস ফোন

বাংলাদেশের বাজারে হুয়াওয়ে ওয়াই সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় আসছে এই সিরিজের নতুন ফোন হুয়াওয়ে ‘ওয়াই সেভেন পি।’ মাঝারি বাজেটের ফোনটিতে মিলবে হুয়াওয়ে মোবাইল সার্ভিসের সেবা (এইচএমএস) ও হুয়াওয়ে অ্যাপ গ্যালারি সুবিধা।

মেট ৩০ সিরিজের পর ওয়াই সেভেন পি হুয়াওয়ের নিজস্ব মোবাইল সার্ভিস নিয়ে আসছে গ্রাহকদের জন্য। হুয়াওয়ের নিজস্ব অ্যাপগ্যালারিতে প্রয়োজনীয় অধিকাংশ অ্যাপস পাওয়া যাবে। হুয়াওয়ের এ অ্যাপগ্যালারি বিশ্বের তৃতীয় বৃহৎ অ্যাপ মার্কেট প্লেস। ১৭০টিরও বেশি দেশে এর সেবা মিলছে।

মিডরেঞ্জে নিজস্ব ইকোসিস্টেম এইচএমএস ও অ্যাপগ্যালারি নিয়ে বাংলাদেশের বাজারে প্রতিযোগিতায় নামবে নতুন এই ফোনটি।

‘হুয়াওয়ে ওয়াই সেভেন পি’ স্মার্টফোনটিতে ট্রিপল এআই রিয়ার ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ১.৮ অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এটি ছাড়াও থাকবে দু’টি রিয়ার ক্যামেরা ও একটি সেলফি ক্যামেরা।

৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ মেগাঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। বাংলাদেশের বাজারে ফোনটি চলতি মাসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ-২৭/২৩/২০ (প্রযুক্তি ডেস্ক)