করোনাভাইরাস প্রতিরোধে গুগলের ডুডল

কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন করতে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে এই সার্চ ইঞ্জিন।

ডুডলটিতে হাঙ্গেরির চিকিৎসক বিজ্ঞানী ইগনাজ সেমেলওয়েসের স্কেচ রয়েছে।

হাঙ্গেরির সেই চিকিৎসকের হাত ধরেই বিশ্ব জানতে পারে হাত ধোয়ার উপকারিতা।

অ্যান্টিসেপটিক ধারণার জন্মও দেন তিনিই। সেই বিখ্যাত মানুষটির শেখানো হাত ধোয়া এই একবিংশ শতাব্দীতেও করোনা থেকে রক্ষা করছে মানুষকে।

ডুডলটিতে রয়েছে একটি প্লে বোতাম। সেটি প্লে করলেই শুরু হচ্ছে হাত ধোয়া। ১, ২, ৩, ৪ করে ধাপে ধাপে হাত ধোয়া শেখানো হচ্ছে অ্যানিমেশনের মধ্যে দিয়ে।

এসএইচ-১৯/২৪/২০ (প্রযুক্তি ডেস্ক)