এ তথ্য ভার্জ নিউজ ও টেকডটনেটের। রাষ্ট্রনায়করা অনেক নীতিমালা ভঙ্গ করা টুইটকেও ‘পাবলিক ইন্টারেস্ট’ হিসেবে প্রদর্শন করেছে টুইটার। কিন্তু এবার আর করবে না।
টুইটার বারবার ছাড় দিয়েছে ট্রাম্পকে। নির্বাচসের দিন ট্রাম্প বারবার নিয়মবহির্ভুত টুইট করেছেন উল্টোদিকে টুইটার সেসব ডিলিট করেছে।
ডিজিনেট জানায়, টুইটার জানিয়েছে, সাবেক নির্বাহীদের ক্ষেত্রে এই নীতিটি প্রযোজ্য নয়। বর্তমান নেতা ও প্রার্থীদের জন্য এই পলিসি ফ্রেমওয়ার্ক প্রযোজ্য, তবে তারা যখন এই দায়িত্ব হারাবেন তখন সাধারণ নাগরিক হিসেবে তারা বিশেষ সুবিধাটি পাবেন না।
ফলে জো বাইডেন যখন দায়িত্ব গ্রহণ করবেন তখন ট্রাম্প বিশেষ নিরাপত্তা হারাবেন। তখন থেকে আর পাবলিক ইন্টারেস্টে ট্রাম্পের টুইট প্রদর্শন করা হবে না। ইতিমধ্যেই ট্রাম্পের একাধিক টুইটের সতর্কতা ও লেবেল লাগিয়েছে টুইটার।
ফেসবুকের পলিসি অনুযায়ী, ট্রাম্প দায়িত্ব হারালে তাঁর পোস্ট ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং পার্টনার এর রিভিউ থেকেও বাদ যাবে না। কারণ তিনি তখন আর রাষ্ট্রনায়ক নন।
এসএইচ-২৮/০৯/২০ (প্রযুক্তি ডেস্ক)