বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’

বাংলাদেশের বাজারে ইনফিনিক্স তাদের ‘হট’ সিরিজে নতুন এক স্মার্টফোন সংযোজন করতে যাচ্ছে। শিগগিরই বাজারে আসতে যাওয়া ইনফিনিক্সের নতুন ‘হট ১০’ স্মার্টফোনটিতে ইতোমধ্যে ব্যবহারকারীদের নজর পড়েছে।

অত্যাধুনিক ফিচার ও মিডিয়া টেক হেলিও জি৭০ চিপসেটের হট ১০ নতুন স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার সব কাজ প্রায় চুড়ান্ত করে ফেলেছে ইনফিনিক্স।

ডিভাইসের দাম ক্রেতাদের নাগালে মধ্যে রেখেই ফোনটিতে হাই-টেক গেমস খেলার সুবিধা নিয়ে এসেছে ইনফিনিক্স।

হট ১০ নিয়ে ব্যবহারকারীদের বেশি প্রত্যাশার কারণ হলো ফোনটি শুধু জি৭০ গেমিং প্রসেসরই ব্যবহার করা হয়নি সেই সঙ্গে এতে ৫২০০ এমএএইচের ব্যাটারি থাকবে।

ডিজাইনের ক্ষেত্রেও হট ১০-এ আগের চেয়ে দারুণ সব পরিবর্তন আনা হয়েছে। এতে ৬.৭৮ ইঞ্চির এইচডি + ইনফিনিটি-ও ডিসপ্লে সংযোজন করা হয়েছে।

এসএইচ-২৯/১০/২০ (প্রযুক্তি ডেস্ক)