Whatsapp এ নতুন আকষর্ণীয় সুবিধা চালু

Whatsapp

প্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন Whatsapp ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিতায় নতুন দুই ফিচার আনল প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর সময়ের মেয়াদ বাড়ানোর জন্য কাজ শুরু করেছে।

এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা Whatsapp ওয়েব থেকে থেকেও ছবি এডিট, প্রিভিউ লিঙ্ক করতে পারবেন। এবার থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপ ওয়েবে টেক্সট টাইপ করার সময় সাজেশানে স্টিকার পাবেন।

Whatsapp এর তরফে একটি নতুন ভিডিও প্লেব্যাক ইন্টারফেসের রোল আউট শুরু হয়েছে আইওএস ভার্সনে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এ জাতীয় আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ভিডিও নিয়ে কাজ হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকের সার্চ লিস্ট দেখতে পারবে না এবং গ্রাহকের গোপনীয়তা রক্ষা করা তাদের দায়িত্ব।

চার বছর আগে ২০১৭ সালে মেসেজ ডিলিট করার জন্য ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার চালু করেছিল Whatsapp। প্রাথমিক ভাবে এই ফিচারের জন্য সাত মিনিট সময়সীমা ছিল।

কয়েকমাস পরে এই সময়সীমা বাড়িয়ে এক ঘণ্টার বেশি করা হয়। শোনা যাচ্ছে, এবার ‘ডিলিট ফর এভরিওয়ান’ Whatsapp এর ফিচারের ক্ষেত্রে সময়সীমা আরও বাড়ানো হবে।

আরএম-০৩/১৮/১১