ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা

ফেসবুকের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা। সান ফ্রান্সিসকোর উত্তরাঞ্চলীয় জেলা আদালতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া কয়েক ডজন রোহিঙ্গা মামলাটি করেন।

তাদের অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করেছে ফেসবুক।

এর আগে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মতো রোহিঙ্গা মুসলমানের প্রাণহানি হয়, আর দেশত্যাগ করতে বাধ্য হয় আরও কয়েক লাখ মানুষ।

তবে মামলার বিষয়ে ফেসবুক এসব অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বছরের পর বছর ধরে বিদ্বেষ ও বিপজ্জনক মিথ্যা তথ্য ছড়ানোতে সায় দেওয়ার অভিযোগ রয়েছে।

গত ২০১৮ সালে ফেসবুক স্বীকার করেছিল যে তারা সেখানে সহিংসতা ও বিদ্বেষ ছড়ানো ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নেয়নি।

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠী অধ্যুষিত রাখাইন রাজ্যে পুলিশ চৌকিতে প্রাণঘাতী হামলা হওয়ার পর সেখানে একটি বর্বর অভিযান চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এসব অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়। সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে।

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন, নির্বিচার হত্যাযজ্ঞ, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এসএইচ-১৫/০৭/২১ (প্রযুক্তি ডেস্ক)