নতুন বছর উপলক্ষে গুগলের ডুডল

বিখ্যাত কারও জন্মদিনই হোক, কিংবা বিশেষ কোনো দিনই হোক গুগল নিজস্ব কায়দায় বছরের এই দিনগুলো উদযাপন করে। এই উদযাপনের মাধ্যম হলো গুগলের ডুডল।

২০২১ সালের শেষ দিন। এ দিনটাও তার ব্যতিক্রম হলো না। এ দিনও গুগলের তরফ থেকে ব্যবহারকারীদের দেওয়া হলো বিশেষ ডুডল। গুগল লেখাটি সেখানে সাজানো হলো আলো, টুপি আর চকলেট টফি দিয়ে।

সেই লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে গিয়ে ফেলছে অন্য পাতায়। সেখানে রয়েছে Friday, 31 December, New Year’s Eve 2021 লেখা।

তার সঙ্গে ডান দিকে রয়েছে New Year’s Eve উদযাপনের কিছু ছবি। আর একটি ভেঁপু। ভেঁপুতে ক্লিক করলে বেজে উঠছে সেটি। তার সঙ্গে গোটা পাতাটি ভরে যাচ্ছে রঙিন কাগজে।

সময়ের সঙ্গে সঙ্গে গুগল ডুডল-ও অনেক বদলেছে। এখন আর শুধু অ্যানিমেশন নয়, ছোটখাটো গেম, ইন্টারঅ্যাকটিভ নানা জিনিস যোগ হয়েছে এতে।

আগামী বছরে গুগল নিজেদের ডুডলে আর কী কী মজার জিনিস নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় ব্যবহারকারীরা।

এসএইচ-২৭/৩১/২১ (প্রযুক্তি ডেস্ক)