আসছে স্কুইড গেম, খেলায় জিতলে থাকছে পুরস্কার

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় স্কুইড গেম। এরপর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এই ওয়েব সিরিজটি। ১০ পর্বের সিরিজটি মুক্তি পেতে না পেতেই নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে ওঠে। মুক্তির মাত্র ২৮ দিনেই ১৬০ কোটি ঘণ্টার ওপর ভিউ ওঠে স্কুইড গেমে।

এরই মধ্যে নেটফ্লিক্স ঘোষণা করে, শিগগিরই আসছে স্কুইড গেম টু। এসব খবরের মাঝেই আবারও স্কুইদ গেম নিয়ে চমক দিয়েছে নেটফ্লিক্স। জানা যায়, পর্দার স্কুইড গেম নিয়ে এবার রিয়েলিটি শো করবে নেটফ্লিক্স।

‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নামের এই শোতেও থাকছে ৪৫৬ জন প্রতিযোগী। মূল সিরিজের গেমগুলোর পাশাপাশি থাকবে আরও অনেক নতুন সংযোজন। তবে হেরে গেলে এখানে কাউকে ‘রেডলাইট’ বলতে বলতে মেরে ফেলা হবে না! বরং জিতলে থাকছে ৪৫ লাখ ডলারের ওপর প্রাইজমানি। নেটফ্লিক্সের দাবি, এটাই টেলিভিশনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার। খবর ভ্যারাটি।

স্কুইড গেমের নির্দিষ্ট ওয়েবসাইটে (SquidGameCasting.com) প্রতিযোগীদের আবেদন গ্রহণ করা হবে। সবার জন্য উন্মুক্ত হলেও শর্ত হলো, আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বয়স হতে হবে ২১ বছর কিংবা তদূর্ধ্ব; শো-এ অংশগ্রহণের জন্য থাকতে হবে চার সপ্তাহ যুক্তরাষ্ট্রে।

এসএইচ-১৩/১৫/২২ (প্রযুক্তি ডেস্ক)