জানুয়ারি থেকে থাকছে না থ্রি-জি সেবা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী জানুয়ারি থেকে থ্রি-জি সেবা আর থাকবে না। ৯৮ ভাগ অঞ্চল ফোর-জি সেবার অন্তর্ভুক্ত হয়েছে।

রোববার বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে থ্রিজি ফোন আমদানি ও উৎপাদন বন্ধ করা হবে। এছাড়া মোবাইল অপারেটরদের মান পর্যবেক্ষণে আনা নতুন কিউওএস বেঞ্চমার্কিং সিস্টেমের ফলে বিটিআরসির সক্ষমতা বাড়বে বলে মনে করেন মন্ত্রী।

শুধু গ্রাহক বাড়ানো নয়, বাড়াতে হবে সেবা, এমন তাগিদ দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে বিটিআরসি। তবে চাহিদা অনুযায়ী সেবার মান উন্নয়ন করতে পারেনি কোনো অপারেটর।

মানসম্মত সেবা দিতে না পারায় এ বছরের জুনে গ্রামীণ ফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। পরবর্তীতে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আংশিক কমিয়ে পুরাতন অব্যবহৃত সিম বিক্রির অনুমোদন দেয়া হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, নতুন কিংবা পুরাতন কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন।

এসএইচ-০৮/০৬/২২ (প্রযুক্তি ডেস্ক)