ট্রাম্পের ব্যবসায় ধস, পকেটে ‘ডলার’ নেই

চরম নাটকীয় ভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেয়ার ২৪ ঘণ্টার মাথায় ক্রমেই প্রকাশ পাচ্ছে, ভালো নেই ডোনাল্ড ট্রাম্পের আর্থিক অবস্থা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানাচ্ছে সেই সমস্যা আরো প্রকট হচ্ছে।

সিএনএন জানায়, ফ্লোরিডার নতুন বাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত ট্রাম্পের আর্থিক হিসাবনিকাশের নথি থেকে জানা যায়, করোনা মহামারিকালীন সময় ২০২০ সালে তার নামে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ট্রাম্পের সব ব্যবসা প্রায় ৪০ শতাংশ কম আয় করেছে। ওয়াশিংটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এবং স্কটল্যান্ডে তাঁর প্রেসিডেন্ট’স টার্নবেরির আয় কমেছে ৬০ শতাংশ।

এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলার পর ট্রাম্পের ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বহু কোম্পানি। এদিকে সিএনএন জানাচ্ছে, ট্রাম্পের আয় কমে যাওয়ার উল্লিখিত হিসাব ওই হামলার আগের। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রমণে কড়াকড়ির ফলে ট্রাম্পের ব্যবসায় এমন ধস নেমেছে জানিয়েছে তারা।

এ ছাড়া ট্রাম্পের মাথায় গত চার বছরে ৪২ কোটি ১০ লাখ (৪২১ মিলিয়ন) ডলারের ঋণের বোঝা থাকায় আগামী দিনগুলোতে আরো আর্থিক সমস্যা প্রকট হতে পারে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

এসএইচ-২০/২৩/২১ (অনলাইন ডেস্ক)