ইংল্যান্ড বিশ্বকাপে পরিত্যক্ত ম্যাচের রেকর্ড

বৃষ্টির কারণে ট্রেন্টব্রিজে ভারত ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার  বৃষ্টি মাথায় নিয়ে আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন এবং মাঠকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে উভয় দলই তাদের ঝুলিতে এক পয়েন্ট করে ভরলো।

৪ ম্যাচের পর নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ৭ এবং ৩ ম্যাচের পর ভারতের পয়েন্ট ৫। নিউজিল্যান্ড শীর্ষে থাকলেও ভারত তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলো।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা ছিল। তবে আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি।

এখন পর্যন্ত বৃষ্টির কারণে ইংল্যান্ড বিশ্বকাপে পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ, যা কিনা একটি রেকর্ড। বৃষ্টির কারণে এর আগে কোনও বিশ্বকাপে এতগুলো ম্যাচ পরিত্যক্ত হয়নি। এর আগে ১৯৯২ ও ২০০৩ আসরে বৃষ্টিতে সমান দু’টি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

১৯৯২ সালের আসরে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি প্রথম পরিত্যক্ত হয়। বৃষ্টি শেষ হওয়ার পর সেবার হেলিকপ্টার আনা হয় মাঠ শুকানোর জন্য। কিন্তু কোনো মতেই আর খেলা মাঠে গড়ানো যায়নি।

দ্বিতীয় পরিত্যক্ত ম্যাচটি হলো ইংল্যান্ড-পাকিস্তানের। প্রথম ইনিংসের খেলা ঠিক মতো শেষ হলেও দ্বিতীয় ইনিংসে ৮ ওভার হওয়ার পরই নামে বৃষ্টি। ফলে বাকি খেলা আর মাঠে গড়ায়নি। বিশ্বকাপের এবারের আসরটিও সেবারের মতো রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

২০০৩ বিশ্বকাপে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলাটি প্রথম পরিত্যক্ত হয়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পারলেও বাংলাদেশ ব্যাটিং করার আট ওভারের পর নামে বৃষ্টি।

ওই বিশ্বকাপে পরিত্যক্ত হওয়া পরের ম্যাচটি হলো পাকিস্তান-জিম্বাবুয়ের। সেদিন ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি নামতে থাকে। পরে কার্টেল ওভারে খেলা ৩৮ ওভারে নেমে এলেও প্রথম ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামার পর আর খেলা শুরু করা যায়নি।

এই বিশ্বকাপে ৭ জুন ব্রিস্টলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেই ম্যাচে টসও হয়নি। এরপর ১০ জুন সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটিতে মাঠে গড়ালেও বৃষ্টির কারণে খেলা হয় মাত্র সাত ওভার তিন বল। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সর্বশেষ মঙ্গলবার ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। ম্যাচটিতে টসও হয়নি। আর বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যের ম্যাচটিও পরিত্যক্ত হলো। এ ম্যাচও বৃষ্টির জন্য টস হয়নি।

এসএইচ-১৮/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)