পাকিস্তানকে ক্রিকেট শেখাতে চান রোহিত শর্মা

ভারত-পাকিস্তান লড়াইয়ের আগেই কত উত্তাপ। অথচ মাঠে তার প্রতিফলন নেই একটুও। ম্যাচের আগেই বিজ্ঞাপন বানিয়ে আলোচনায় আসে দুই দেশ। পাল্টাপাল্টি বিজ্ঞাপন নিয়ে আইসিসির দ্বারস্থ পর্যন্ত হয়েছে তারা। তবে ম্যাচের আগের সেই উত্তেজনা একটুও দেখা যায়নি মাঠে।

পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। এ নিয়ে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচ খেলে সবগুলোতেই জয় নিয়ে ফিরল তারা। এই ম্যঅচে জয়ের পিছনে বড় অবদান রয়েছে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার। ১১৩ বলে তিনি খেলেন ১৪০ রানের বিধ্বংসী এক ইনিংস।

রোহিতের এই রানের উপর ভর করেই ৩৩৬ রানের বড় পুঁজি পায় ভারত। এত বড় রানের লক্ষ্য খেলতে নেমে রান পাহাড়ে চাপা পড়েন পাকিস্তানের ব্যাটসম্যানরা।

ব্যাটিং ব্যর্থতায় তারা গুটিয়ে যায় মাত্র ২২১ রানে। এই ম্যাচে টস জেতা থেকে শুরু করে পাকিস্তানের ভুলগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

ম্যাচসেরা রোহিতের কাছেও জানতে চাওয়া হয়েছিলো পাকিস্তানিদের ব্যাপারে তার কোনো পরামর্শ আছে কিনা। জবাবে তাদের খোঁচাই দিলেন ভারতীয় ওপেনার। রোহিত বলেন, ‘যদি আমি কখনো তাদের কোচ হই, কেবল তখনই পরামর্শটা দেব।’

এসএইচ-১৩/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)