পরপর তিন ছক্কা হাঁকিয়ে মাতালেন লিটন

টনটনের গ্যালারি। যেন সত্যিকারের এক খণ্ড বাংলাদেশ। আর এই গ্যালারি সর্বদা মাতিয়েছেন লিটন কুমার দাস। এরপর টাইগারদের এক একটি রান নেয়ার সঙ্গে গ্যালারি থেকে কেবল বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ উচ্চারিত হচ্ছে।

যা দেখে অচমকাই মনে হতে পারে বাংলাদেশের হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি হচ্ছে।

শুধু তাই নয়, বাংলাদেশের ভালো শুরুর পর স্টেডিয়ামের বাইরেও ঢোল নিয়ে উল্লাস করছেন টাইগার সমর্থকরা।

ম্যাচের ৩৭ তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকালেন লিটন। আর এতেই উল্লাসে মেতে উঠে পুরো গ্যালারি।

সুদূর ইংল্যান্ডের মাটিতে হলেও বোঝার উপায় নেই এটি টনটন। গ্যালারি থেকে যেন একটাই শব্দ লিটন, লিটন, লিটন।

সাকিবের দিনে উজ্জ্বল ছিলেন লিটন। সাকিবের সঙ্গে দুর্দান্ত এক পার্টনারশীপ গড়ে তোলেন লিটন। ম্যাচের ৩৭ ওভারে পরপর তিন ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতান এই হার্ড হিটার ব্যাটসম্যান। ৪ ছক্কায় এবং ৮ চারে ৯৪ রান করেন লিটন।

এদিন উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এসএইচ-০২/১৮/১৯ (স্পোর্টস ডেস্ক)