৫ দিনের ছুটিতে শুধু ক্রিকেটাররাই নন, টিম ম্যানেজমেন্টের অনেকেই এদিক-ওদিক ঘুরতে আর প্রবাসী আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে।
শনিবার রাতে আবার বার্মিংহ্যামের টিম হোটেল হায়াত রিজেন্সিতে ফিরে এসেছেন সবাই। মাঝে প্রায় ভাঙা হাট হয়ে পড়া বাংলাদেশের টিম হোটেলে এখন আবার প্রাণ ফিরে এসেছে।
এদিকে ২৪ জুন ম্যাচের পর আজ প্রথম প্র্যাকটিস টাইগারদের। তবে সেটাও এজবাস্টনে নয়। কারণ, ওই মাঠে ভারত আর ইংল্যান্ড ম্যাচ চলছে। বাংলাদেশ অনুশীলন করবে এজবাস্টন স্টেডিয়াম সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে।
এদিকে ২ জুলাই ম্যাচের আগে সবাই হোটেলে ফিরলেও মাহমুদউল্লাহ রিয়াদের কাফ মাসলের ইনজুরি নিয়ে সংশয় রয়েই গেছে।
মাঝে ক’দিন ব্যাথা ও ঝক্কি কমাতে ক্র্যাচে ভর দিয়ে হাটলেও, গত পরশু (তথা শুক্রবার) থেকে ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন রিয়াদ। এবং শুক্রবার ছেলের কাঁধে ভর করে ট্যাক্সিতে চেপে জুমার নামাজও পড়তে গিয়েছিলেন তিনি।
তার অবস্থা দিনকে দিন ভালোর দিকে। তারপরও মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে খেলত পারেবেন- এমন নিশ্চয়তা মেলেনি। আজ সকালে (স্থানীয় সময় সকাল পৌনে দশটায়, বাংলাদেশ সময় দুপুর পৌনে তিনটা) জাগো নিউজের সাথে রিয়াদ ইস্যু নিয়ে আলাপে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘খালি চোখে ভালো মনে হচ্ছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আমার এখনো মনে হয় রিয়াদের ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনা ৫০-৫০।’
তাহলে কি ধরে নিতে হবে রিয়াদকে ছাড়াই বাংলাদেশ দল ভারতের বিপক্ষে মাঠে নামবে? জাগো নিউজের এমন প্রশ্নের জবাবে ম্যানেজার সুজন বলেন, ‘তাও বলা যাবে না। আসলে প্র্যাকটিস শুরুর পর বোঝা যাবে। আজ রিয়াদ অনুশীলনে যাবে। কালও প্র্যাকটিস আছে।
এই দু’দিন তার প্র্যাকটিসে অবস্থা দেখে ও বুঝে বলা যাবে ২ জুলাই তার পক্ষে মাঠে নামা সম্ভব হবে কি হবে না? তবে ম্যানেজার সুজন শেষ করেন এভাবে, ‘এটুকু বলতে পারি, ভারতের সাথে রিয়াদের খেলা নিয়ে আমি সংশয়ে আছি। তবে ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে রিয়াদ ঠিকই খেলতে পারবে। ম্যানেজার সুজনের কথার হাবভাবে বোঝা যাচ্ছে, ২ তারিখে ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহকে খেলানোর ঝুঁকি তারা হয়তো বা নেবে না।
এদিকে আজ দুপুর সাড়ে ১২ টায় এজবাস্টনের মূল মাঠের পাশে প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন টাইগারদের। অনুশীলন কভার করার সুযোগ নেই বাংলাদেশের মিডিয়ার । কারন অন্য ম্যাচ ডে ‘তে ওই ম্যাচ কাভার করার অফিসিয়াল অনুমতি না পাওয়া সাংবাদিকদের প্রবেশাধিকার নেই।
এসএইচ-১৮/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)