সেমি-ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে প্লানকেটের সতর্ক বার্তা

পূর্ব পুরুষদের তুলনায় ইংল্যান্ড এখন ‘ভিন্ন ধর্মী দল’ বলে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন ইংল্যান্ডের পেসার লিয়াম প্লানকেট। চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেমি-ফাইনালের ‘ব্লক বাস্টার’ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রতি এ সতর্ক বার্তা দেন তিনি।

অ্যাশেজ প্রতিদ্বন্দ্বী দুই দল বৃহস্পতিবার বার্মিহামে মুখোমুখি হবে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রেকর্ড ষষ্ঠবারের মত শিরোপা জয়ের পথে তাকাতে চায়। পক্ষান্তরে প্রথমবারের মত শিরোপার স্পর্শ চায় স্বাগতিক ইংল্যান্ড।

টুর্নামেন্টের অভিজ্ঞতা এবং এবারের আসরে গ্রুপ পর্বসহ আগের চার দেখায় ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়ায় অনেক এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তবে প্লানকেটের মতে সময়ের পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, ‘এই খেলোয়াড়দের বিপক্ষে নয়, তারা যেটা করেছে এখন সেটা অতীত। আমাদের আগের দলগুলোর তুলনায় আমরা ভিন্ন ধর্মী প্রাণী। গত চার বছর যাবত আমরা ভাল খেলে আসছি এবং কয়েক দিন আগেও আমরা র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলাম। আমরা বেশ ভাল অবস্থানে আমি মনে করছি। নিজেদের দিনে বিশ্বের যে কোন দলকে হারাতে হারাতে পারি বলে আমরা মনে করি। ’

বর্তমান ইংল্যান্ড দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় প্লানকেট। ২০০৫ সালে অভিষেক হওয়ার পর ১২ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এসএইচ-২৩/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)