বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ভারত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে এক লজ্জার রেকর্ড গড়ল ভারত। প্রথম ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৪ রান। এবারের বিশ্বকাপে এটাই সর্বনিম্ন পাওয়ার প্লে’র রান।

এর আগে এই ম্যাচেই পাওয়ার প্লে’তে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলে কিউইরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। কিউই পেসার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়ে রীতিমতো ধুঁকছেন দলটির ব্যাটসম্যানরা।

এর আগে রিজার্ভ ডে’তে অবশিষ্ট ২৩ বলে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট পেতে ভারতের প্রয়োজন ২৪০ রান।

২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানের মধ্যেই আউট হয়ে যান টপ অর্ডারের ৩ জন ব্যাটসম্যান। রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল প্রত্যেকেই ফিরেন সমান ১ রান করে।

বিশ্বকাপ ইতিহাসের সেমিফাইনালে এর থেকে কম রানে ৩ উইকেট হারায়নি কোনো দলই। ফলে লজ্জার এক রেকর্ড গড়ল ভারত।

এর আগে ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৮ রানে ৩ উইকেট হারিয়ে রেকর্ড গড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ২০৭ রান করে ক্যারিবিয়ানদের ৫ রানে হারিয়েছিল ক্যাঙ্গারুরা।

এসএইচ-১৫/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)