বিশ্বকাপ ফরম্যাট নিয়ে কি বললেন কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এবার টুর্নামেন্টে ফরম্যাট নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

টুর্নামেন্টের শীর্ষ দল হিসেবে আরো সুযোগ পাওয়ার উচিত বলে জানান তিনি। কোহলির মতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতো বিশ্বকাপেও প্লে-অফ চালু করা উচিত।

অনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ভবিষ্যতে কি হবে জানি না। তবে তালিকার শীর্ষ স্থানে থাকার যদি গুরুত্ব থাকে তাহলে আমার মনে হয় প্লে-অফ পদ্ধতি থাকা উচিত। টুর্নামেন্টের গুরুত্ব অনুযায়ী এটা নিয়ে ভাবা উচিত। তবে আমরা জানি না এটা কখনো হবে কিনা।

আইপিএলের মতো গ্রুপ পর্বের প্র্রথম ও দ্বিতীয় দল এক ম্যাচ হেরে গেলেও পরবর্তীতে ফিরে আসার সুযোগ থাকে। সেক্ষেত্রে তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে আবার মুখোমুখি হয় তারা।

ভারত অধিনায়ক কোহলি বলেন, পুরো টুর্নামেন্টে আপনি দারুণ খেলে তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবেন। আর কিছু সময় বাজে ক্রিকেট খেলার জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন। এটা সত্যিই দুঃখজনক। তবে এটা মেনে নিতে হবে।

এসএইচ-১৫/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)