বিশ্বকাপে সেরা খেলোয়াড় হবার সম্ভাবনা বেড়েছে সাকিবের

দলীয় খেলা ক্রিকেট। তবে দলীয় সাফল্যের জয়গান গাওয়ার আগে সুর বেঁধে নিতে হয় ব্যক্তিগত অর্জনগুলোকে এক সুতোয় গেঁথে। এবারের বিশ্বকাপ যেমন ব্যাটসম্যানদের, তেমনই বোলারদেরও। কেউ বল হাতে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, আবার কেউ বা ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন ক্রিকেট।

এসবের ভিড়ে সাকিব অনন্য, একজনই। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডার। এজন্যই সাকিবকে নিয়ে গুঞ্জন, এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হচ্ছেন সাকিবই।

নয় ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে গেলেও বাকি ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান। আছে ১১টি উইকেটও। পাঁচটি অর্ধশতকের সঙ্গে আছে দুটি শতকও। এছাড়া এক আসরে সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ছুঁয়ে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও। এক ম্যাচে ৪১ রানে আউট না হলে ছাড়িয়ে যেতেন শচীনকেও।

এক বিশ্বকাপে যেখানে কারও ৪০০ রান আর ১০ উইকেট নেয়ার রেকর্ড ছিল না, সেখানে সাকিব করেছেন ৬০৬ রান আর নিয়েছেন ১১টি উইকেট।

কেন উলিয়ামসনের দল খেলছেন ফাইনালে। উইলিয়ামসন নিজেও খেলছেন অসাধারণ। টুর্নামেন্ট সেরার দৌড়ে তিনিও আছেন।

রোববার ফাইনালে একটা শতক হাঁকাতে পারলেই হয়তো কিউই অধিনায়কের দাবিটা আরও জোরালো হতো। কিন্তু সেটি আর হয়নি। লর্ডসে ফাইনাল ম্যাচে লিয়াম প্লাঙ্কেটের বলে ক্যাচ দেন ৩০ রান করে। ১০ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন ৯৬.৩৩ গড়ে ৫৭৮ রান। আছে সমান দুটি করে শতক ও অর্ধশত।

এসএইচ-১৮/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)