ফাইনালে বাজে আম্পায়ারিংয়ের শিকার কিউইরা

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এরইমধ্যে বাজে আম্পায়ারিংই যেন ফাইনালে মূল আলোচনার বিষয়। কুমার ধর্মসেনা ও মারাইস এরাসমাস দুজনেই লর্ডসে ভুল সিদ্ধান্ত দিলেন। তাদের বাজে আম্পায়ারিং এ বিশ্বকাপে আবারও প্রশ্নের মুখে ফেলেছে আইসিসিকে।

ফাইনালের মতো বড় ম্যাচে ধর্মসেনাকে রাখা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আজ ম্যাচের শুরুতে হেনরি নিকোলসকে এলবিডব্লিউর আউট হিসেবে ঘোষণা করেন। ক্রিস ওকসের বলে এ সিদ্ধান্ত দেন তিনি। তখন নিকোলস রিভিউ নেয়ায় বেঁচে যান।

টিভি রিপ্লেতে দেখা যায় উইকেট উচ্চতার কারণে স্টাম্প মিস করত। তবে মারাইস এরাসমাসের সিদ্ধান্তে রিভিউ নিতে পারেননি টেইলর।

কারণ সতীর্থ মাটিন গাপটিল ওকসের বলে আউট হওয়ার সময় রিভিউ নেন। এতে রিভিউ শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। ৩৩ ওভার এক বলে তাই রস টেইলর বিদায় নেন ১৫ রানে। মার্ক উডের বলে লেগ বিফোর উইকেট আউট হন তিনি।

অথচ এরাসমাসের সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ভুল। স্কয়ার লেগে ব্যাট চালিয়েছিলেন অভিজ্ঞ টেইলর। তবে তার ব্যাটে না লেগে প্যাডে স্পশ করে বল। টিভি রিপ্লেতে দেখা গেছে বলটি লেগ স্টাম্পের উপর দিয়ে যেতে। তবে টেইলরের হাতে রিভিউ ছিল না।

এসএইচ-২৫/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)