এবারের বিশ্বকাপে চমক দেখাতে না পারলেও পুরো নময়ই আলোচনায় ছিল পাকিস্তান। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের এক ম্যাচে ৫ উইকেট তুলে নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন শাহিন শাহ আফ্রিদি।
ওই ম্যাচে ৩৫ রান খরচে ৬ উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার। অন্যদিকে এবারের আসরের সেরা বোলিং ফিগার এটাই।
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রানে তুলে নেন ৫ উইকেট।
তৃতীয় স্থানে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট তুলে নেন এই টাইগার তারকা।
এসএইচ-১৭/১৫/১৯ (স্পোর্টস ডেস্ক)