নওগাঁয় গন্ধগোকুল উদ্ধার

নওগাঁর সদর উপজেলায় একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি জঙ্গল থেকে প্রাণীটি উদ্ধার করে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, দুপুরে হঠাৎ করে প্রাণীটি আমার চোখে পড়ে। এ সময় আমরা কয়েকজন এটিকে ধরে ফেলি। এটি দেখতে কিছুটা কাঁঠবিড়ালীর মতো। কিন্তু এটা কাঁঠবিড়ালীর চেয়ে বড়। তবে বন্যপ্রাণীটিকে সঠিকভাবে কেউ চিনতে পারছি না।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উত্তম দাস বলেন, প্রাণিটি গন্ধগোকুল। এর আগেও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সেগুলোকে ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। এটিকেও ছেড়ে দেওয়া হবে।

বিএ-২২/১২-০২ (উত্তরাঞ্চল ডেস্ক)