বাক্সভর্তি সেই গ্রেনেডগুলো বিস্ফোরণে বিনষ্ট

খুলনার পাইকগাছায় উদ্ধারকৃত সেই ৩২টি গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে বিনষ্ট করা হয়েছে। রোববার রাত ১১টা ৫ মিনিটে যশোর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ মেজর আশফাক এসব গ্রেনেড নিষ্ক্রিয় করেন। বিস্ফোরণকালে পাইকগাছা পৌরসভা ও সোলাদানাসহ গোটা পার্শ্ববর্তী এলাকা বিস্ফোরিত গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে।

এর আগে রোববার সকালে ভিলেজ পাইকগাছার সবুর সরদারের ছেলে কামালের চিংড়ি ঘেরে মাটি কেটে ঘেরে বাঁধ দেয়ার সময় শ্রমিকরা অত্যাধুনিক এ ৩২টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।

পাইকগাছা থানা পুলিশ সংবাদ পেয়ে গ্রেনেডগুলো জব্দ করে। দুপুরে র‌্যাব-৬ এর চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যায়।

পরে বিষয়টি যশোর সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে জানালে তারা রাতে ঘটনাস্থলে আসেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১১টা ৫ মিনিটে এগুলো বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরিত গ্রেনেডগুলো জার্মানের তৈরি আরজেএস ৩৭ গ্রেনেড বলে মৌখিকভাবে বিশেষজ্ঞপ্রধান জানিয়েছেন বলে ওসি এমদাদুল হক শেখ জানান। এগুলো ১৯৯৪ সালের আগে সেনাবাহিনী ব্যবহার করেছে বলে একই সূত্র জানিয়েছে।

বিএ-০৪/১৮-০২ (আঞ্চলিক ডেস্ক)