পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে পুরান ঢাকায় রাসায়নিক গুদাম অপসারণ, অগ্নিকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং অবৈধ স্থাপনা ভাঙার বিষয়ে হাইকোর্টের কাছে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং আরও দুইজনকে বিবাদী করা হয়েছে।
সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশে একটি পাচঁতলা ভবনে আগুন লাগে। পরে আগুন আশপাশের আরো কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ জন নিহত হয়েছে এবং প্রায় অর্ধশত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএ-০৪/২৪-০২ (ন্যাশনাল ডেস্ক)