রাজশাহীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সেলিমা বেগম (৪৫) নামের এক নারী। মঙ্গলবার বেলা সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরপাড়ায় এ ঘটনা
নিহত ওই সেলিনা বেগম নগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর এলাকার আরমান আলীর স্ত্রী। সোমবার দিবাগত রাতে বাড়ি থেকে নিরুদ্দেশ হন তিনি। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আসলাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা মেইল মহিষবাথান উত্তরপাড়া অতিক্রম করছিলো।
এসময় ট্রেনে কাটা পড়েন ওই নারী। মস্তক বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহ সনাক্ত করেন। দুপুরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে এসআই আসলাম বলেন, রাতে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই নারী। স্বজনরা দাবি করছেন তিনি মানষিক ভারসাম্য হারিয়েছেন।
তবে পারিবারিক কলহের জেরে তিনি বাড়ি ছেড়ে ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এসআই আসলাম।
বিএ-০১/২৬-০২ (নিজস্ব প্রতিবেদক)