এর আগে বিভিন্ন অ্যাডভেঞ্চার গেমে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। প্রশাসনিক কাজকর্ম সামলেও ৬৬ বছর বয়সে কী ভাবে তিনি সময় বের করে নেন তা আশ্চর্য করেছে অনেককেই।
সম্প্রতি পুরোদস্তুর জুডোর পোশাকে পেশাদার জুডো খেলোয়াড়দের সঙ্গে খেলতেও দেখা গেল রুশ প্রেসিডেন্টকে।
আগের দিনই তুরস্ক এবং ইরানের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সেরে এসেছেন তিনি। তবু ক্লান্তি ঝেড়ে ফেলে সোচি এসেই জুডোর পোশাকে ম্যাটে নেমে পড়েন পুতিন।
রীতিমতো ঘাম ঝরিয়ে অনুশীলন শুরু করেন বাকি খেলোয়াড়দের সঙ্গে। পেশাদার খেলোয়াড়দের সঙ্গে লড়াই করেন সমান তালে। বেশ কয়েকজনকে ধরাশায়ীও করেন তিনি।
বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ছড়িয়ে পড়ার পরেই ভাইরাল হয়ে যায় তা। অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী নাতালিয়াও জানিয়েছেন, তিনি গর্বিত দেশের প্রেসিডেন্টের সঙ্গে জুডোয় অংশগ্রহণ করতে পেরে।
এসএইচ-১৭/২৬/১৯ (অনলাইন ডেস্ক)