তিনগুন অবৈধ অটোরিকশা রাজশাহীতে

রাজশাহী নগরীতে চলাচলরত বৈধ অটোরিকশার তিন গুন অবৈধ বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তারপরও মানবিক কারণে সেগুলো তুলে দেয়নি নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে অটোরিকশা ও চার্জার রিকশার মালিক এবং চালক নেতাদের সাথে বৈঠককালে এই কথা বলেন লিটন। নগরীতে চলাচলকারী অটোরিকশা ও চার্জার রিকশা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা ফেরাতে এই বৈঠক আয়োজন ছিলো।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অটোরিকশার কারণে নগরজুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। আর এজন্যই অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সব অটোরিকশা দুইটি রঙে ভাগ করে দুইটি শিফটে রাস্তায় নামানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।

যানজট নিয়ন্ত্রন ছাড়াও চালকদের আয় বাড়বে এতে। সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলাচনার পর এই পরিকল্পনা বাস্তবায়ন করবে রাসিক। এই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহায়তা চান মেয়র লিটন।
প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যান সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, নগর ইজিবাইক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন প্রমুখ।

এর আগে রাসিকের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ নগরীর অটোরিকশার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন-রাসিকের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ ও নগর পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর মোফাক্কারুল ইসলাম প্রমুখ।

বিএ-১৮/২৬-০২ (নিজস্ব প্রতিবেদক)