পুরুষ হয়েও গর্ভধারণ করা যায়, বিস্ময় জাগালেন তিন বাচ্চার বাপ

পুরুষ হয়েও গর্ভধারণ

টমাস ট্রেস বেটি। পুরুষ হয়েও সন্তান ধারণ করেছেন মার্কিন এই লেখক।

২০০২ সালে অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করেন।

সে সময়ই তাঁর নাম হয়ে যায় ‘দ্য প্রেগনেন্ট ম্যান’ বা অন্তঃসত্ত্বা পুরুষ।

তাঁর প্রথম পক্ষের স্ত্রী ন্যান্সি গিলেসপি সন্তানধারণে অক্ষম হওয়ায় এই পথে হাঁটেন টমাস বেটি।

যৌনতা ও রূপান্তরকামিতার ক্ষেত্রে জন্মদানের অধিকার নিয়ে তাঁর অবস্থান আন্তর্জাতিক মহলে বিশেষ ভাবে স্বীকৃত।

তিনটি সন্তানের জন্ম দেন বেটি

লন্ডন শহরে তাঁর আদলে মার্বেলের মূর্তিও তৈরি হয়েছে।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে ২০১৬ সালে পুনরায় বিয়ে করেছেন বেটি।

আরএম-০৪/২৭/০২ (অনলাইন ডেস্ক)