ডাকসুর ভোটার তালিকায় নাম নেই, তবুও ছাত্রলীগের প্রার্থী তন্বী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটার তালিকায় নাম নেই শামসুন নাহার হল ছাত্রলীগের সভাপতি নিপু ইসলাম তন্বী। তবে ভোটার তালিকায় নাম না থাকলেও তিনি ডাকসুতে ছাত্রলীগের প্যানেলে সদস্য প্রার্থী হয়েছেন।

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. এস এম মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, তন্বী বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের ছাত্রী। ছাত্রত্ব না থাকার কারণে আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ ফেব্রুয়ারি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধীন সান্ধ্যকালীন কোর্স ‘মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজেমেন্টে’ ভর্তি হন। কিন্তু হলের সরবরাহকৃত ভোটার তালিকায় এখনো তার নাম নেই। অথচ তিনি শামসুন্নাহার হল থেকে ডাকসু সদস্য পদে মনোনয়ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন নিয়ে জমা দিয়েছেন।

নিপু ইসলাম তন্বী জানান, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী। কেননা তিনি হল শাখা ছাত্রলীগের দুই বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বও পালন করেছেন। তিনি ক্যাম্পাসে বেশ জনপ্রিয় বলেও দাবি করেন। তিনি আরও বলেন, ‘আমি ব্যাংকিং বিভাগে ভর্তি হয়েছি। আমার নাম সম্পূরক তালিকায় রয়েছে।’ তবে তিনি তার ভোটার নম্বর জানাতে পারেননি।

চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, যাদের ভোটার তালিকায় নাম নেই সে নির্বাচনে প্রার্থী হতে পারবে না। মনোনয়ন নিতেও পারবে না। যদি পরবর্তী সময়ে সম্পূরক তালিকায় নাম থাকে তবে তিনি শুধু ভোট দিতে পারবেন। তন্বীর ব্যাপারে তিনি বলেন, তার মনোনয়ন নেওয়ার কোনো সুযোগ নেই। যদি নিয়েও থাকে সেটা গৃহীত হবে না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন কমিশন আগামী ৫ মার্চ ডাকসুর সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে। আর সম্পূরক ভোটার তালিকায় যাদের নাম আসবে তারা প্রার্থী হতে পারবেন না। কারণ গত ২৫ ফেব্রুয়ারি মনোনয়ন গ্রহণের শেষ তারিখ ছিল। কর্তৃপক্ষ ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন গ্রহণকারীদের থেকে মনোনয়ন সংগ্রহ করে।

বিএ-০৭/২৭-০২ (শিক্ষা ডেস্ক)