অভিনেত্রী ও মডেল সিমলা। ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ম্যাডাম ফুলি’ দিয়ে ঢালিউডে অভিষেক করেন এই নায়িকা।
অভিষেক সিনেমায় সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
ম্যাডাম ফুলি সিনেমায় অভিনয় করার পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।
২০০৯ সালে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা রুপা’ ২০১৩ সালে হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ‘রূপগাওয়াল’ ও দীপক সান্যালের ‘সমাধি’, ২০১৪ সালে ফাতেমা মাসুদ পথিকের ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ২০১৫ সালে মারিয়া রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’, রাশিদ পলাশের ‘ নাইওর’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৭ সালে আশিকুর রহমান আশিকের পরিচালিত ‘ম্যাডাম ফুলি টু’ সিনেমায় অভিনয় শুরু করেন, যা এখনো নির্মাণাধীন রয়েছে।
২০১৮ সালে সিমলা ঢালিউড থেকে বলিউডে যাত্রা শুরু করেন। গত ১৯ মে থেকে ভারতের মুম্বাইয়ে ‘সফর’ নামের এই সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে সিমলার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেতা ও মডেল জস অরোরা।
এই সিনেমায় হিন্দিতে কথা বলার জন্য তিন মাস ধরে হিন্দি ভাষার উপর প্রশিক্ষণ নিয়েছেন সিমলা। সিনেমাটি পরিচালনা করছেন অর্পণ রায় চৌধুরী।
এসএইচ-১৯/২৭/১৯ (বিনোদন ডেস্ক)