অ্যারন ফিঞ্চের নেতৃত্ব ভারত সফরে আছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রতিবেশী পাকিস্তানের সাথে অঘোষিত যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে ভারত।
তাই কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিথি দলটির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে তারা। আর তার জন্য ভারত দ্বারস্থ হয়েছে ‘অক্টোপাস’এর।
রোববার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তার আগেই ফিঞ্চ-ম্যাক্সওয়েলদের নিরাপত্তা নিশ্চিত করবে ভারত। আর তা দেবে সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত একটি দল। যার নাম ‘অক্টোপাস’।
‘অক্টোপাস’ এর সাথে আরো থাকবে সশস্ত্র বাহিনীর ছয় প্লাটুন সদস্য। আর ম্যাচের দিন স্টেডিয়াম ঘিরে থাকবে ২ হাজারের বিশেষ নিরাপত্তা কর্মী।
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দর্শকদের জন্য নানা বিধিনিষেধও আরোপ করা হয়েছে। ল্যাপটপ, ব্যানার, পানির বোতল, সিগারেট, ইলেকট্রনিক যন্ত্র, দাহ্য পদার্থ, ধারালো ধাতব বস্তু, প্লাস্টিকের পণ্য ও খাবার সঙ্গে করে আনতে পারবেন না দর্শকেরা। স্টেডিয়ামে চারপাশে থাকবে ২০০ সিসি ক্যামেরা।
এসএইচ-০৬/০১/১৯ (স্পোর্টস ডেস্ক)