ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম প্রথম আনুষ্ঠানিক সংবাদ সংবাদ সম্মেলন করবেন শনিবার। এদিন দুপুর ১২টায় বাংলাদেশ ক্লাব (বাড়ি-১৩, রোড- ৯, সেক্টর- ৪) উত্তরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদের চেয়ে সাত লাখ ৮৬ হাজার ৮৭৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
বিএ-০৬/০১-০৩ (ন্যাশনাল ডেস্ক)