রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সুদানা বেগম (৬৮) নামে ভারতীয় এক নারীর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
নিহত সুদানার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায়। রাজশাহীর গোদাগাড়ীতে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হন ওই নারী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ রামেক হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। আইনত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিএ-০৯/০১-০৩ (নিজস্ব প্রতিবেদক)