রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় ভোটার দিবস পালিত

রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন দপ্তর ও বিভাগীয় কমিশনারের দপ্তর এই আয়োজন করে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন-নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মেয়রপত্নী শাহীন আকতার রেনী, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুয়াজেত হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন-আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোটার ও ভোটের গুরুত্ব তুলে ধরেন মেয়র লিটন। তিনি বলেন, ভোটের গুরুত্ব অনেক। ভোট কোনো হাসি-তামাশা ও ছেলেখেলার বিষয় না। একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলটপালট করে দিতে পারে। এক্ষেত্রে অস্ত্রেরও দরকার পড়ে না। একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, একজন সাধারণ মানুষের ভোটেরই একই মূল্য। মতামত প্রদানের সুন্দর পন্থা হচ্ছে ভোট। নির্বাচনে শুধু সরকার গঠন নয়, সর্বক্ষেত্রে ভোটের মূল্য অনেক।

তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সারা বাংলাদেশে যারা নতুন ভোটার হবেন, তারা যেন সুচিন্তিতভাবে সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ভোট দেয়। কারণ বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে উঠে গেছে, এই যাত্রা যেন থেমে না যায়। এজন্য নতুন ভোটারদের উন্নয়নের পক্ষে রায় প্রদানের আহ্বান জানাচ্ছি।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। বতর্মান সরকারের উন্নয়ন দেখে এখনো যারা চোখ বন্ধ করে আছেন, তারা চোখ খুলে দেখুন দেশ কত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এর আগে নগরীর সিএন্ডবি মোড়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা উদ্বোধন হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

বিএ-১০/০১-০৩ (নিজস্ব প্রতিবেদক)