রাজশাহীর গোদাগাড়ীতে কাঠ চাপাপড়ে রুবেল হোসেন (৩০) নামের এক ট্রলি চালক মারা গেছেন। রোববার সকালে সোয়া ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস দপ্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন জেলার চারঘাট উপজেলার আড়ানী জাইগিরপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন সাইদুর রহমান (৩০) নামের আরেক ব্যক্তি।
সাইদুর জেলার পুঠিয়া উপজেলার গোপালহাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনার সময় কাঠবোঝাই ট্রলির উপরে আরোহন করছিলেন সাইদুর। হতাহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নেন ফায়ার সার্ভিস কর্মীরা।
গোদাগাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কাঠের গুড়ি বোঝাই ট্রলিটি ফায়ার সার্ভিস দপ্তর অতিক্রম করছিলো। এসময় ট্রলির বাম পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রন হারান।
বোঝাইকৃত কাঠের গুড়ি খুলে গিয়ে চাপাপড়েন চালক। এতে ঘটনাস্থলেই মারা যান চালক রুবেল। পড়ে গিয়ে আহত হন আরোহী সাইদুর রহমান। ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
বিএ-০৩/০৩-০২ (নিজস্ব প্রতিবেদক)