আলিয়া কেন ভয় পাচ্ছেন?

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তারা গলি বয় সিনেমাটি। এতে তার চরিত্রটি বেশ প্রশংসা কুড়াচ্ছে। পাশাপাশি বক্স অফিসেও বাজিমাত করেছে সিনেমাটি।

আলিয়ার পরবর্তী সিনেমা সড়ক-টু। সিনেমাটি পরিচালনা করবেন তার বাবা মহেশ ভাট। প্রথমবারের মতো বাবার পরিচালনায় কাজ করতে যাচ্ছেন তিনি। তাই বিষয়টি নিয়ে ভয়ে আছেন এ অভিনেত্রী।

ভারতীয় এক সংবাদমাধ্যমে আলিয়া বলেন, ‘আমি এখন বাবার পরিচালনায় কাজ করতে বেশ ভয় পাচ্ছি। তিনি প্রতিদিন আমাকে দেখছেন এবং বলছেন, আমি তোমার মনের ভেতরে প্রবেশের চেষ্টা করছি। তার মধ্যে এক্স-রে ভিশন জাতীয় কিছু দেখতে পাচ্ছি। আমি চারপাশে একটি দেয়াল গড়ে রাখি এবং খুব কম মানুষকেই ভেতরে প্রবেশ করতে দিই। আমার বাবা সেই দেয়াল ভাঙতে চাইছেন। আমি কিছুটা ভয়ে আছি। তবে আশা করছি অনেক মজা হবে। এ বছরই আমরা শুটিং শুরু করব।’

এছাড়া প্রথমবারের মতো বোন পূজা ভাটের সঙ্গে পর্দায় দেখা যাবে আলিয়াকে। এ অভিনেত্রী বলেন, ‘এটা আমার জন্য অনেক চমৎকার একটি বছর। আমার পরবর্তী সব সিনেমাই আমার কাছে বিশেষ এবং একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। আমার কাছে মনে হয়, সবগুলোর গল্প অসাধারণ। এখন দেখার বিষয় এগুলো কেমন হয়। আমি সবগুলো সিনেমা নিয়েই আত্মবিশ্বাসী কিন্তু দিন শেষে সবকিছুই দর্শকের ওপর নির্ভর করছে।’

সড়ক-টু সিনেমায় আরো অভিনয় করবেন সঞ্জয় দত্ত। দীর্ঘদিন পর আবারো ভাট ক্যাম্পে দেখা যাবে তাকে। এছাড়া রয়েছেন আদিত্য রয় কাপুর। চলতি বছর কলঙ্ক ও ব্রহ্মাস্ত্র সিনেমাতেও দেখা যাবে আলিয়াকে।

এসএইচ-২১/০৩/১৯ (বিনোদন ডেস্ক)