আগরতলা থেকে বিহারে যাওয়ার পথে চলন্ত ট্রেনের মধ্যেই শিশুসন্তানের জন্ম দিলেন এক মহিলা যাত্রী। ভারতের ‘বীর সন্তান’ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নামে সেখানেই তার নাম রাখা হল ‘অভিনন্দন’।
চলন্ত ট্রেনের কামরায় ফুটফুটে ওই শিশু সন্তানের জন্ম দিয়ে খুব খুশি রিঙ্কু দেবী নামে ওই মহিলা যাত্রী। জলপাইগুড়ির ডুয়ার্স এলাকার ঘটনা। সন্তান প্রসবের জন্য রবিবার সকালে আগরতলা–হাবিবগঞ্জ এক্সপ্রেসকে ধূপগুড়ি স্টেশনের আগে ফাঁকা জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। স্টপেজ না থাকা সত্ত্বেও মাঝ–রাস্তাতেই দাঁড় করানো হয় ট্রেন।
কামরার অন্য যাত্রীরা জানান, ধূপগুড়ি স্টেশনে পৌঁছনোর কিছুক্ষণ আগে ট্রেনের মধ্যেই ওই মহিলা যাত্রীর প্রসবযন্ত্রণা ওঠে। ট্রেনে কোনও চিকিৎসক ছিলেন না। অগত্যা অন্য যাত্রীদের সহযোগিতায় ট্রেনেই সন্তান প্রসব করেন তিনি।
বাচ্চা প্রসব করতেই সাহায্যের জন্য এগিয়ে আসেন ধূপগুড়ি স্টেশন এলাকার গ্রামীণ চিকিৎসক প্রদীপ সরকার। তিনিই সদ্যোজাত সন্তানের নাড়ি কাটেন। প্রাথমিক চিকিৎসাও করেন। কিছুক্ষণের মধ্যেই রেলের অফিসারদের তৎপরতায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে খবর পাঠানো হয়। সেখান থেকে চলে আসেন চিকিৎসকেরা।
আগরতলা থেকে বিহারের নাবাদায় যাচ্ছিলেন ওই মহিলা। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি ও দুই সন্তান। এই ট্রেনেই ছিলেন ত্রিপুরা রাইফেলসের কর্মী ত্রিভুবন সিং ও সুবেদার গদওয়া এনারাও। ওই মহিলাকে নানাভাবে সাহায্য করেন তাঁরা। নবজাতকের জন্য ট্রেনে উপস্থিত থাকা বৃহন্নলারা কাপড় কিনে দেন।
রিঙ্কু দেবী বলেন, ‘আমার সন্তানের নাম হবে অভিনন্দন। সকলেই চেয়েছেন আমার ছেলের নাম হোক অভিনন্দন। আমার কাছে এটা খুব গর্বের ব্যাপার।’
মা ও সন্তান দু’জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাদের আর হাসপাতালে ভর্তি করা হয়নি। ঘণ্টাখানেক পর ফের গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। মহিলা ও সদ্যোজাত শিশু দু’জনেই সুস্থ।
এসএইচ-০৩/০৪/১৯ (অনলাইন ডেস্ক)