ধোনির মুকুটে নতুন পালক

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বিরাট কোহলির দল।

শনিবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৬ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ১০ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারত।

হায়দরাবাদে অনুষ্ঠিত এ ম্যাচটিতে ৭২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। এদিন ভারতকে ম্যাচ জেতানো ইনিংস খেলার সময় শচিন, সৌরভ ও দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ধোনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে লিস্ট-এ ক্রিকেটে ১৩ হাজার রান রয়েছে শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের। ধোনি হলেন এই তালিকার চতুর্থ ভারতীয় ক্রিকেটার।

শচিন ৫৫১টি লিস্ট-এ ম্যাচের ৫৩৮টি ইনিংসে ২১৯৯৯ রান করেছেন। সৌরভ ৪৩৭টি লিস্ট-এ ম্যাচের ৪২১ ইনিংসে ১৫৬২২ রান করেছেন। রাহুল ৪৪৯টি লিস্ট-এ ম্যাচের ৪১৬টি ইনিংসে ১৫২৭১ রান তুলেছেন।

আর এখন পর্যন্ত ৪১২টি লিস্ট-এ ম্যাচের ৩৫৪ ইনিংসে ধোনির সংগ্রহ ১৩০৫৪ রান।

এসএইচ-১৬/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)