রাবির ছাত্রী হলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রী হলসমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ৬টি ছাত্রী হলের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ প্রফেসর রুকসানা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া।

প্রতিযোগিতায় মন্নুজান হলের জান্নাতুল নাইমা আকন্দ চ্যাম্পিয়ন ও পলাশী রায় রানার আপ; রোকেয়া হলের জাকিয়া সুলতানা চ্যাম্পিয়ন ও আকতারিনা পারভীন রানার আপ; তাপসী রাবেয়া হলের মোছা. সালমা আকতার চ্যাম্পিয়ন ও রমা সরকার রানার আপ; বেগম খালেদা জিয়া হলের অনিন্দিতা রায় চ্যাম্পিয়ন ও সাদিয়া মাহজাবিন রানার আপ; রহমতুন্নেছা হলের আফসানা ইয়াসমিন চ্যাম্পিয়ন ও আফু আনোয়ারা জাকিয়া রানার আপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নুরুন্নহার দোলন চ্যাম্পিয়ন ও নুসরাত জাহান বৃষ্টি রানার আপ হয়।

এসময় ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. হুমায়ুন কবীরসহ হলসমূহের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিএ-১৭/০৫-০৩ (শিক্ষা ডেস্ক)