বেসরকারি চ্যানেল আরটিভির উদ্যোগে ‘আলোকিত নারী ২০১৯’ সম্মাননা দেওয়া হচ্ছে নন্দিত অভিনেত্রী শবনম ও সংগীতশিল্পী মমতাজসহ মোট ৮ জন নারীকে।
৮ মার্চ বিশ্ব নারী দিবসের সন্ধ্যায় ঢাকা হোটেল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। এমনটাই নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
আলোকিত নারী হিসেবে সম্মাননা পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী শবনম বলেন, ‘এই সম্মাননা পেয়ে অনেক আনন্দিত হয়েছি।
কাজের স্বীকৃতি পেতে সব সময়ই ভালো লাগে। আরটিভির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
অন্যদিকে মমতাজ বেগম শুধু গান গেয়েই মানুষের মন জয় করেননি, এবারসহ টানা ৩ বার তিনি জাতীয় সংসদে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।
এসএইচ-১১/০৬/১৯ (বিনোদন ডস্ক)