বাংলাদেশ-আসাম সীমান্তে উন্নত স্মার্ট ফেন্স চালু করছে ভারত

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ধুবরি এলাকায় ৬১ কিলোমিটারব্যাপী উন্নত ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করছে ভারত। মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আন্তঃসীমান্ত অনুপ্রবেশ রুখতে এবং সারাদিন সীমান্তে নিয়োজিত বিএসএফ সদস্যদের বিশ্রাম দিতে এ সীমান্ত ব্যবস্থার উদ্বোধন করেন। দ্য স্টার, এনডিটিভি, দ্য ট্রিবিউন

‘কমপ্রেহেনসিভ ইনটেগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিআইবিএমএস) নামের এ প্রকল্পের আওতায় নদীতীরবর্তী অঞ্চলগুলোতে অবস্থিত সীমান্তের অরক্ষিত অঞ্চলগুলোতে সেন্সর প্রযুক্তি সমৃদ্ধ বেড়া যোগ করা হয়েছে। এর মাধ্যমে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে ধারণা করছে ভারত।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিং বলেন, এ প্রকল্পের আওতায় সেন্সর সমৃদ্ধ বেড়া ছাড়াও ধুবরিতে ব্রহ্মপুত্র নদীর এলাকায় মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মাধ্যমে পরিচালিত ডাটা নেটওয়ার্ক, ওএফসি ক্যাবল ও দিনরাত সবসময় কার্যকর ভাবে মনিটর করতে সক্ষম এমন পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন করা হবে। সমস্ত ব্যবস্থা একটি কেন্দ্রীয় কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

ফলে, সহজেই অনুপ্রবেশকারী এবং চোরাচালানিদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া যাবে। রাজনাথ জানান, এই ব্যবস্থা এতটাই আধুনিক যে কেউ যদি ভারতে অনুপ্রবেশ করতে চায় তবে সঙ্গেসঙ্গেই তার স¤পর্কে বিএসএফ জানতে পারবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হবে।

ভারতের গণমাধ্যম সুত্র জানায়, আধুনিক প্রযুক্তি সম্বলিত সীমান্ত বেড়া বিএসএফ সদস্যদের অনেক জরুরি তথ্য দিতে পারে। ফলে তারা পরিস্থিতি স¤পর্কে আগাম জেনে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে পারবে। বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার এলাকায় সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে বাহিনীটির প্রশংসা করেন রাজনাথ সিং।

তিনি বলেন, এই দীর্ঘ সীমান্তের অনেক স্থানেই প্রচলিত কাঁটাতারের বেড়া ভৌগলিক সীমাবদ্ধতার কারণেই দেয়া সম্ভব নয়। মূলত এই সকল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্মার্ট ফেন্সিং ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।

এসএইচ-১৮/০৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)