ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে প্রভোস্ট কমিটি। অনুমোদিত আইডি কার্ড ছাড়া কেন্দ্রে কেউ প্রবেশ করতে পারবে না। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে তার কার্যালয়ে হল প্রাধ্যক্ষদের এক সভায় গত ৬ মার্চ এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস. এম. মাহফুজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখও অংশ নেন। এ সভার সিদ্ধান্তগুলো শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে হবে। দুপুর ২টার মধ্যে যারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তাদের সবার ভোট নেওয়া হবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বুথ ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশেষ নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি প্রবেশ পথ (নীলক্ষেত, শাহবাগ ও হাইকোর্ট) দিয়ে শুধু ভোটার ও নির্বাচন-সংশ্নিষ্ট ব্যক্তিরা পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে আসতে ও বেরুতে পারবেন। ভোট কার্যক্রমের পাসযুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এদিন ক্যাম্পাসে আসতে পারবে না। সবাইকে এদিন রাত ১০টা পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীরা চিফ রিটার্নিং অফিসারের ইস্যু করা পরিচয়পত্র দেখিয়ে সংশ্নিষ্ট হলের রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রের গেস্টরুম বা নির্ধারিত স্থান পর্যন্ত যাতায়াত করতে পারবেন। তবে ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নির্ধারিত প্রতিনিধিরা (পাস পাওয়া সাপেক্ষে) ভোটকেন্দ্রের নির্ধারিত স্থানে থাকতে পারবেন। আবেদন সাপেক্ষে একটি টেলিভিশন চ্যানেলের জন্য সর্বোচ্চ চারটি ক্যামেরা ইউনিটকে এবং প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বাধিক দুইজন সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হবে।
এ জন্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের কপি ও দুই কপি স্ট্যাম্প আকারের ছবি সংযুক্ত করতে হবে। রোববার দুপুর ২টার মধ্যে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
বিএ-০৬/০৮-০৩ (শিক্ষা ডেস্ক)