ছেলের খুনে বাবা-মা পলাতক

টাঙ্গাইলে ইকবাল (২৬) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছে। সে সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের শামছুল হকের ছেলে৷

মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল মানসিকভাবে অসুস্থ্য ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শ্বব্দ শুনে এলাকাবাসি এগিয়ে গিয়ে দেখতে পায় ইকবাল মাটিতে পড়ে আছে এবং তার বাবা-মা পালিয়ে গেছে।

পরে সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার ও নিহতের ছোট ভাই জহুরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ৷

টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, নিহতের বাড়িতে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় মা বাবা পলাতক রয়েছেন।

বিএ-০১/০৯-০৪ (আঞ্চলিক ডেস্ক)