রাজশাহীতে অস্ত্রসহ দম্পতি গ্রেফতার

রাজশাহীতে অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকেই তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, খড়বোনা এলাকার বাসিন্দা মো. রানা ও তার স্ত্রী কোহিনুর খাতুন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি উদ্ধার করা হয়। অবৈধ এ অস্ত্র রাখার দায়ে এ সময় এই দম্পতিকেও আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বিএ-১৩/০৯-০৪ (নিজস্ব প্রতিবেদক)