চার্লিজ থেরন, এই অভিনেত্রীর এখন কোনো প্রেমিক নেই।
নিজেকে একাকীত্ব এর হাত থেকে মুক্তি দিতে যোগ্য মানুষ খুজছেন চার্লিজ থেরন। যে কারও সঙ্গে প্রেম করার জন্য প্রস্তুত তিনি।
সম্প্রতি এক সাক্ষাত্কার চার্লিজ থেরন বলেন, আমি চার বছর ধরে সিঙ্গেল রয়েছি। আমি আর একা থাকতে পারছি না।
তিনি আরও বলেন, টাকা পয়সা নাম কোনোটাই আমার দরকার নেই। শুধু একটা ভালো মনের মানুষ হলেই হবে।
জানা গেছে, সর্বশেষ শন পেনের সঙ্গে চার্লিজ থেরন প্রেম করেছিলেন। বিয়েও করেন তারা। বিয়ের ১ বছরের মাথায় ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এসএইচ-১৫/১১/১৯ (বিনোদন ডেস্ক)