অবাঙালির কাছে বাংলা একটু কঠিনই বটে। সেটি আরেকবার প্রমাণ করলেন বলি সেলিবেট্রি আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।
বাংলা বলতে রীতিমতো তাদের দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। এ দুই বলি তারকার বাংলা বলার সেই ভিডিওটি বেশ উপভোগ করছেন সিনেপ্রেমীরা।
যদিও তাদের এমন বাংলা বাক্য বলতে দেয়া হয়েছে যে, এসব বাক্য দ্রুত বলতে গিয়ে বেগ পেতে হয় বাঙালিদেরই।
সম্প্রতি আলিয়া ও বরুণ ধাওয়ান ইউটিউব চ্যানেল ‘দ্যা বং গাই’- এ হাজির হয়েছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালক কিরণ দর্শকদের আনন্দ দিতে বাংলা ভাষার কয়েকটি জটিল বাক্য এ দুই তারকাকে বলতে বলেন।
বাক্যগুলো হলো- ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’, পাখি পাঁকা পেঁপে খায়, ‘বারো হাঁড়ি রাবরি বড় বাড়াবাড়ি’। আর এসব বাক্য বলতে দিয়ে করুণ দশা হয় বরুণের। নাজেহাল হন আলিয়া।
আগামী ছবি ‘কলঙ্ক’-এর প্রচারেই এই ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন আলিয়া-বরুণ জুটি।
এর পর সঞ্চালক কিরণ তাদের পরীক্ষা আরেকটু সহজ করে দেন। আলিয়া ও বরুণকে দিয়ে বলিউড ও টালিউড মাতানো অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাংলা সিনেমার ডায়ালগ বলানোর চেষ্টা করেন কিরণ।
পরীক্ষা দিতে হয় কিরণকেও। তাকে দিয়ে হিন্দি ছবির ডায়ালগ বাংলায় বলিয়ে নেন তারা।
দেখুন সেই অনুষ্ঠানটির কিছু অংশ –
প্রসঙ্গত মুক্তির অপেক্ষায় রয়েছে বলি পরিচালক করণ জোহরের ‘কলঙ্ক’ ছবি। ১৯৪০ সালে অবিভক্ত ভারত-পাকিস্তানের পটভূমিতে তৈরি ছবিটি। এতে অভিনয় করেছেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে।
আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। সে ছবির প্রচারণায় কিরণের ইউটিউব চ্যানেল ‘দ্যা বং গাই’-এ এসেছিলেন আলিয়া ও বরুণ।
আরএম-১১/১২/০৪ (বিনোদন ডেস্ক)