রিয়াল মাদ্রিদ ওয়েলস তারকা গ্যারেথ বেলের মূল্য নির্ধারণ করেছে ১১৩ মিলিয়ন পাউন্ড (১৪৮.১৪ মিলিয়ন ডলার)। আগামী গ্রীষ্মের দল বদল মৌসুমে কোনো ক্লাব যদি তাকে কিনতে চায় তাহলে এই মূল্যে কিনতে হবে। মূলত ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব তাকে দলে ভেড়াতে আগ্রহী। হয়তো আবারো প্রিমিয়ার লিগে ফিরতে যাচ্ছেন বেল।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস এর প্রতিবেদন অনুযায়ী রিয়াল মাদ্রিদ বেশ আত্মবিশ্বাসী যে এই মূল্যেই বেলকে ইংল্যান্ডের যেকোনো ক্লাব কিনে নিতে পারে। তারা বিশ্বাস করে ২৯ বছর বয়সী বেল দল বদলের বাজারে একজন চাহিদা সম্পন্ন খেলোয়াড়। নেইমার, কালিয়ান এমবাপে ও ফিলিপে কুতিনহোর মতো মূল্য পাওয়ার দাবিদার বেল।
তবে বেলকে শুধু কিনলেই চলবে না। তার বেতনের দিকেও নজর রাখতে হবে। রিয়ালে বেল বর্তমানে বছরে ২৬ মিলিয়ন পাউন্ড বেতন পান (আয়কর বাদ দিয়ে)। এই পরিমাণ বেতন দিয়ে তাকে রাখতে পারবে এমন ক্লাবের সংখ্যা হাতে গোণা কয়েকটি।
তবে এএস এর প্রতিবেদন অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডকে বেলকে দিয়ে রিয়াল পল পগবাকে নিয়ে আসতে পারে। সে জন্যই মূলত তার দাম প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে ম্যানইউকে সামান্যই দিতে হবে রিয়ালকে।
২০১৩ সালে রেকর্ড ৮৩.৩ মিলিয়ন পাউন্ডে রিয়ালের যোগ দেওয়ার পর থেকে বেল ২২৭ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১০২টি। গেল ছয় মৌসুমে তিনি রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। জিতিয়েছেন লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও চারটি ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি।
গেল ছয় বছরে তিনি ২২ বার ইনজুরিতেও পড়েছেন।
এসএইচ-১৪/১২/১৯ (স্পোর্টস ডেস্ক)