মাঝপথে আইপিএল, পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় দেখে নিন। ব্যাঙ্গালুর বনাম মুম্বাই ম্যাচের পর একনজরে আইপিএলের পয়েন্ট টেবিল।
১) চেন্নাই সুপার কিংস– চলতি আইপিএলে এই মুহূর্তে অপ্রতিরোধ্য ধোনির চেন্নাই সুপার কিংস৷ ৮ ম্যাচের ৭টিতে জিতেছে তারা৷ ১৪ পয়েন্ট, সঙ্গে রান রেটেও অনেকটাই এগিয়ে দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি৷ ছন্দ ধরে রাখলে চলতি বছরে নকআউট পাকা চেন্নাইয়ের৷
২) দিল্লি ক্যাপিটালস– উনিশের আইপিএল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ে পরামর্শে নতুন করে জ্বলে উঠছে রাজধানীর শহরের এই ফ্র্যাঞ্চাইজি৷ টানা তিন ম্যাচ জিতে ৮ ম্যাচে পন্তদের ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ যোগ্য দল হিসেবেই এই মুহূর্তে লিগের সেকেন্ড বয় দিল্লি৷
৩) মুম্বাই ইন্ডিয়ান্স– ৮ ম্যাচের ৫টিতে জিতে রোহিতদের পকেটে ১০ পয়েন্ট৷ প্রতিবারের মতো লিগের শুরুতে দাপট না থাকলেও এখন পয়েন্ট টেবিলে ৩ নম্বরে জাঁকিয়ে বসেছে মুম্বাই৷ ব্যাঙ্গালোরকে হারিয়ে সোমবারই তারা তিন নম্বরে উঠে এসেছে৷
৪) কেকেআর- টানা তিন ম্যাচ হেরে লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে নাইটব্রিগেড৷ ৮ ম্যাচে ঝুলিতে মাত্র ৮ পয়েন্ট.
৫) কিংস ইলেভেন পাঞ্জাব– গেইল-রাহুলরা থাকলে সম্প্রতি কয়েক ম্যাচে ধাক্কা খেয়ে অশ্বিনের পঞ্জাব এখন ৮ ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়িয়ে৷
৬) সানরাইজার্স হায়দরাবাদ– লিগের শুরুটা মারকাটারি ঢঙে করলেও ব্যাটিং ব্যার্থতায় ক্রমেশ ফিকে হচ্ছে সানরাইজার্স৷ ৭ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট৷ জিতেছে মাত্র ৩টিতে৷
৭) রাজস্থান রয়্যালস– ৭ ম্যাচে রাহানেদের জয় মাত্র ২ম্যাচে, বাকি ৭ ম্যাচে দারুণ কিছু করে দেখাতে না পারলে এবার নকআউট হাতছাড়া হচ্ছেই রাহানেদের৷
৮) আরসিবি– লিগের সবচেয়ে ধারাবাহিক ব্যর্থ দল৷ ৮ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বিরাটরা৷ সংগ্রহ মাত্র ২ পয়েন্ট৷ নকআউটে যাওয়ার কোনও রকম আশাই নেই৷
এসএইচ-০৯/১৬/১৯ (স্পোর্টস ডেস্ক)