এবার শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ঠাকুরগাঁও–৩ আসনের সাংসদ জাহিদুর রহমান শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান।

সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জাহিদুর রহমানের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টায় সেই আনুষ্ঠানিকতা শেষ হয়।

এর আগে সকালে শপথ নেয়ার বিষয়ে জাহিদুর রহমান তার আগ্রহের কথা জানিয়ে স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরীকে চিঠি দেন।

স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ–রানীশংকৈল) তিন সাবেক সাংসদকে হারিয়ে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান নির্বাচিত হন।

জাহিদুর রহমান ১৯৯১ সাল থেকে নির্বাচন করছেন। দীর্ঘ ২৭ বছর পর মানুষের সহানুভূতির কারণে তিনি এবার জয়ী হতে পেরেছেন।

জাহিদুর রহমান (ধানের শীষ) ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান।

রংপুর বিভাগের মধ্যে জাহিদুর রহমানই একমাত্র বিএনপির প্রার্থী, যিনি জয়ী হতে পেরেছেন।

বিএ-০১/২৫-০৪ (ন্যাশনাল ডেস্ক)